সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৩০ ডিসেম্বর: মদের দোকানের শাটার ভেঙ্গে দুঃসাহসিক চুরি। তারপরে পুলিশের গাড়িকে ধাক্কা মেরে পালায় দুষ্কৃতীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকায় সিমেন্সের কাছে কসবা রুবি কানেক্টরে। পুরো ঘটনাটি ধরা পড়েছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাত দেড়টা নাগাদ চারজন একটি গাড়িতে করে মদের দোকানের সামনে আসে। তারপর তারা শাটার ভেঙ্গে ওই দোকানে ঢুকে পড়ে। ক্যাশ বাক্স ভেঙ্গে হাতিয়ে নেয় প্রায় দু’লক্ষ টাকা। হাতিয়ে নেয় বেশ কয়েক বোতল মদও। ঠিক বেরোবার সময় তাদের সামনে চলে আসে পুলিশের টহলদারি ভ্যান।
পুলিশের টহলদারি গাড়িটি এসে দাঁড়ায় দুষ্কৃতীদের গাড়ির ঠিক আড়াআড়িভাবে। তাই পুলিশের গাড়ি দেখেই গাড়ি ব্যাক করে পুলিশের গাড়িতে ধাক্কা মারে ওই যুবকেরা। ফলে পুলিশ গাড়ির দরজা বন্ধ হয়ে যাওয়ায় পুলিশ গাড়ি থেকে নামতেই পারেনি। সেই সুযোগে ঘটনাস্থল থেকে গাড়ি ঘুরিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বেশ কিছুটা ধাওয়া করলেও তাদের নাগাল আর পায়নি পুলিশ।