সাথী দাস, পুরুলিয়া, ৯ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গ রাজ্য তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ, ২০২৩ শুরু হল পুরুলিয়ায়। ৩০তম কিওরঙি ও ১০ম পুমসে ইভেন্টে ২০টি জেলার ৪২০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।
পুরুলিয়া জেলা তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় স্থানীয় ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা কাল বিকেল থেকে শুরু হলেও। আজ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, পরে উদ্বোধনী অনুষ্ঠান হয়। উপস্থিত রাজ্য তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত ব্যানার্জি জানান, উৎসাহের সঙ্গে প্রতিযোগীরা নিজেদের সর্বোচ্চ দক্ষতা উপস্থাপন করছেন। রেফারির বিচার ব্যবস্থায় উপস্থিত ছিলেন রাজ্য তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের ট্রেজারার তথা পুরুলিয়া ডিস্ট্রিক্ট তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কুশল রায় এবং শক্তি সংঘের অনেক কর্মকর্তা সহ এই অর্গানাইজার কমিটির সমস্ত সদস্য সদস্যরা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এবারও থাকছে রেফারিং এবং স্কোর কার্ড।
অর্গানাইজার কমিটির সহ-সম্পাদক সঞ্জিত কুমার দত্ত বলেন, “৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর প্রতিযোগিতায় ছেলে মেয়েদের অনুপ্রাণিত অভিভাবক ও ক্রীড়ামোদীদের ভিড় শুরু থেকেই দেখা গিয়েছে। এই জেলার প্রতিভাবান দক্ষ প্রতিযোগীরা অংশ নিয়েছেন।”