All India Electricity Association, Meeting, Mejia, মেজিয়ায় অখিল ভারতীয় বিদ্যুৎ মহাসংঘের রাষ্ট্রীয় কার্যকারিনী বৈঠক

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ফেব্রুয়ারি: বিজেপি প্রভাবিত শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত অখিল ভারতীয় বিদ্যুৎ মহাসংঘের দুই দিনের ষান্মাসিক রাষ্ট্রীয় কার্যকরণী বৈঠক শুরু হলো ডিভিসির মেজিয়া বিদ্যুৎ প্রকল্পের অডিটোরিয়ামে। শনিবার এই বৈঠকের আনুষ্ঠানিক সূচনা করেন সংগঠনের সভাপতি মধূসূদন জোশী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কিশোরী লাল গায়কোয়ার্ড, অখিল ভারতীয় বিদ্যুৎ প্রভারী রাধেশ্যাম জয়সওয়াল, ডিভিসি বিএমএস-এর সভাপতি অর্ঘ্য বাসু, সাধারণ সম্পাদক তপন দাস, মেজিয়া বিদ্যুৎ প্রকল্পের সম্পাদক প্রশান্ত মন্ডল, প্রভারী কাঞ্চন সেন মোদক, কৌশিক ব্যানার্জি, তন্ময় ভার্মা, সোমা গাঙ্গুলি। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দুই বিধায়ক চন্দনা বাউরি ও সত্যনারায়ণ মুখোপাধ্যায়।

বৈঠকে সারাদেশের বিভিন্ন রাজ্য থেকে বিদ্যুৎ বিভাগের ৪০ জন প্রতিনিধি উপস্থিত হয়ে তাদের সংশ্লিষ্ট কর্মক্ষেত্রের সমস্যা তুলে ধরেন। বিকেলে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের সাধারণ সম্পাদক কিশোরীলাল গায়কোয়ার্ড বলেন, বিজেপি ও আরএসএস-এর প্রতি আস্থাশীল হলেও আমাদের সংগঠন অরাজনৈতিক। কেন্দ্রীয় সরকার, শ্রমিক পরিপন্থী কোনো সিদ্ধান্ত নিলে আমরা তার তীব্র প্রতিবাদ করতে পিছপা হই না। বর্তমানে বিদ্যুৎ বিবাগগুলিতে যেভাবে স্থায়ী ও দক্ষ কর্মী নির্বাচন করে ঠিকা শ্রমিক নিয়োগ করছে তাতে সেই সংস্থারই ক্ষতি হচ্ছে। সে কারণেই আমরা চাই আউট সোর্সিং বাতিল করে দক্ষ স্থায়ী শ্রমিক নিয়োগের পক্ষপাতী। একই সাঙ্গে ঠিকা শ্রমিকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে স্থায়ীকরণের দাবী জানাই। সারাদেশের বিদ্যুৎ ক্ষেত্রে এবং সংগঠিত শ্রমিকদের একই হারে বেতন কাঠামো চালুর দাবিতে আন্দোলন চালিয়ে আসছে এই সংগঠন।

সভাপতি মধূসূদন যোশী বলেন, বিদ্যুৎ উৎপাদনে ভারত আত্মনির্ভর হতে পেরেছে। কিন্তু বিদ্যুৎ পরিবহন বেসরকারি হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র দেশের জনগণের প্রতি যেমন ধোঁকা তেমনি কর্মীদের কাছে তা প্রতারণার সামিল। বিদ্যুৎ সরবরাহকে বেসরকারি হাতে ছেড়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানানো হয়েছ।

অর্ঘ্য বসু বলেন, নয়া শ্রম কোড বাতিল করতে হবে। দেশের নয়া পেনশন আইন বাতিল করে সকল কর্মচারিদের পুরনো পেনশনের আওতায় ফেরানো, স্মার্ট মিটার বসানোর প্রতিবাদ, বিদ্যুৎ বিল ২০২২ বাতিল সহ নানা দাবিতে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের কাছে দাবি সনদ পেশ করা হয়েছে। অবিলম্বে তা কার্যকর না হলে আন্দোলনের পথকেই বেছে নেবেন বলে হুঁশিয়ারি দেন অখিল ভারতীয় বিদ্যুৎ মহাসংঘের কেন্দ্রীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *