কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: রবিবার ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। উচ্চ পর্যয়ের বৈঠক করেন তিনি। ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, কৃষি সচিব ওঙ্কার সিং মিনা সহ জেলা ও রাজ্য পর্যায়ের বিভিন্ন দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ১০ লাখের বেশি মানুষ বন্যা প্লাবিত। প্রশাসন সব রকম পদক্ষেপ নিয়েছে। প্রশাসনের বিভিন্ন দপ্তর সচেষ্ট যাতে মানুষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পৌঁছানো যায়। কৃষির ক্ষতির ব্যাপারে তিনি বলেন, পর্যালোচনা করে দেখা হবে ক্ষতির পরিমাণ। নিয়ম মত কৃষকরা ক্ষতিপূরণ পাবেন।