করোনার কারণে দুর্দশাগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য হেল্পলাইন চালু করল রাজ্য বিজেপি

প্রদীপ কুমার দাস, আমাদের ভারত, ৩০ মার্চ: করোনার কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেসব মানুষ দুর্দশার মধ্যে পড়েছেন, তাদের সাহায্যের জন্য এগিয়ে এল রাজ্য বিজেপি। শুধু এই রাজ্যে নয়, এই রাজ্যের যেসব মানুষ বিভিন্ন রাজ্যে দুর্দশার মধ্যে রয়েছেন তাদেরও সাহায্য করবে রাজ্য বিজেপি। এজন্য তারা একটি হেল্পলাইন চালু করেছে। মূলত, বিজেপির রাজ্যের সংগঠন সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি উদ্যোগেই এই ব্যবস্থা।

লকডাউন ঘোষণার পরেই বিভিন্ন রাজ্যের বহু মানুষ আটকে পড়েছেন। তারা বাড়ি ফিরতে পারছেন না, চরম দুর্দশায় রয়েছেন। সেই দুর্দশাগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য একটি হেল্পলাইন চালু করেছে রাজ্য বিজেপি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে আটকে পড়া মানুষদের রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা তারা করতে পারবেন না, কিন্তু তারা তাদের সাংগঠনিক ক্ষমতা ব্যবহার করে যেসব রাজ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষ আটকে পড়েছেন, তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করবেন। এছাড়া এই রাজ্যে যেসব মানুষ লকডাউন ঘোষণার ফলে চরম অসুবিধায় দিন কাটাচ্ছেন, তাদেরও সাহায্য করবে রাজ্য বিজেপি। এজন্য তারা যে হেল্পলাইন চালু করেছে সেটিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে খবর পাঠালেই সাহায্য পাওয়া যাবে।

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে, রাজ্যের সংগঠন সাধারণ সম্পাদক, সুব্রত চট্টপাধ্যায়- এর নির্দেশে,
BJP WB Helpline COVID-19 হেল্প লাইন গ্রুপটি চালু হয়েছে। 6289653131 নম্বরে whatsapp করে বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে।
যেসব তথ্য জানাতে হবে তা হল:

১) নাম
২) বর্তমান ঠিকানা অর্থাৎ কোথায় আছেন
৩) কতজন আছেন
৪) তাদের যোগাযোগ নম্বর
৫) তাদের স্থায়ী ঠিকানা
৬) যে কয়জন আছে তাদের একটা গ্রুপ ফটো
৭) যদি কোনও রেফারেন্স পার্সন থাকেন তার নাম ও ফোন নম্বর
৮) (বাড়ি ফেরা ছাড়া) কি ধরনের সাহায্য প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *