আমাদের ভারত, ১০ জুন: উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে রবিবার। দিল্লিতে যখন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। তখন কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে হিন্দু তীর্থযাত্রী বোঝাই বাসে। এই ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদে সরব হয়েছেন মান্ডির নবনির্বাচিত তারকা সাংসদ কঙ্গনা রানাওয়াত। তাঁর প্রশ্ন, হিন্দু বলেই কি এই নৃশংস ঘটনা ওই তীর্থযাত্রীদের সাথে ঘটল?
মোদীর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সন্ধ্যাতেই হিন্দু তীর্থযাত্রীদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। রাইসিনা হিলসের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও আনন্দের দিনে এই দুর্ঘটনা নজর এড়িয়ে যায়নি তারকা সাংসদ কঙ্গনার।সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন তিনি। কঙ্গনা লিখেছেন জম্মু ও কাশ্মীরের রায়েসিতে তীর্থযাত্রীদের ওপর কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওরা বৈষ্ণদেবী দর্শনে যাচ্ছিলেন। আর জঙ্গিরা প্রকাশ্যে তাদের ওপর গুলি চালালো। ওরা হিন্দু বলেই কি এভাবে মাশুল গুনতে হল? জঙ্গি হামলায় নিহতদের জন্য প্রার্থনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ওম শান্তি।
কাশ্মীরে বৈষ্ণদেবী যাওয়ার পথে হিন্দু তীর্থযাত্রীদের উপর এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা। গুলি লাগায় টাল সামলাতে না পেরে বাসটি খাদে পড়ে যায়, অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে ঘটনায়। আহত হয়েছেন ৩৩ জন। মৃতের সংখ্যা বাড়ার অনুমান করা হচ্ছে। রাজনৈতিক নেতা মন্ত্রীরা আওয়াজ তুলেছেন উপত্যকায় ফের সন্ত্রাসবাদের ঘটনায়। অভিনেতা অনুপম খের, রিতেশ দেশমুখ এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন।