পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ: নিজে তারকা প্রার্থী। তবু তারকা প্রার্থীরা যে কাজ করেন না সেই অভিযোগ করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। বুধবার বেলদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে তারকা প্রার্থীরা ভোট চান, তারপর আর কাজ করেন না। মানুষের পাশে থাকেন না। এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা। সে যে দলই হোক এই ঘটনা লক্ষ্য করা যায়।’ অন্যান্য দলের পাশাপাশি তিনি নিজেদের দল বিজেপির দিকেও আঙুল তুলেছেন।
অগ্নিমিত্রা পাল বলেন, ‘আমাদের দল বিজেপিতেও দেখেছি, আমি নিজেও তো একসময় সেলিব্রিটি ডিজাইনার ছিলাম, সেই অর্থে আমিও তারকা প্রার্থী ছিলাম এখন গ্রাসরুটে কাজ করছি। আবার হেমামালিনী একজন তারকা প্রার্থী, তিনি মথুরাতে খুব ভালো কাজ করছেন’। সুতরাং তারকা প্রার্থীরা কাজ করেন না এটা জাজমেন্টাল হওয়া উচিৎ নয়।’ ভোটে জিতে সকলের জন্য কাজ করা উচিৎ। মানুষের সঙ্গে থাকা উচিৎ বলে মন্তব্য করেন বিজেপির তারকা প্রার্থী।