Tarunjyoti, Mamata, “হিজাব পরে দাঁড়িয়ে হিন্দুদের বিরুদ্ধে”, মমতাকে তোপ তরুণজ্যোতির

আমাদের ভারত, ২ এপ্রিল: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁস! খিলাফত মঞ্চ থেকে হিন্দু বিরোধিতা এবং হিন্দু বিরোধী রাজনীতি। সেই মঞ্চ থেকেই আজ মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে দাঁড়িয়ে হিন্দুদের বিরুদ্ধে বক্তব্য রাখছেন—এটা তো একেবারেই প্রত্যাশিত!”

বুধবার সামাজিক মাধ্যমে এই মন্তব্য করলেন রাজ্য ভারতীয় যুব জনতার সহ সভাপতি তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

তরুণজ্যোতি লিখেছেন, “ক্যালকাটা খিলাফত গঠিত হয়েছিল খলিফার শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে, যেখানে ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে আন্দোলন করা হতো।

তার “হিন্দু” নাম এবং “ব্রাহ্মণ” পদবী কি শুধুই একটা রাজনৈতিক মুখোশ? ছাড়া আর ‘আল তাকিয়া’ কিছুই নয়। সংখ্যালঘু তোষণের চরম পর্যায়ে পৌঁছে তিনি স্পষ্টতই একপেশে রাজনীতি করে চলেছেন। এই ভণ্ডামি আর কতদিন চলবে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *