পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: প্রত্যেক ইংরেজি মাসের প্রথম দিনের মতন এপ্রিল মাসের ১ তারিখ অর্থাৎ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৫ নম্বর অঞ্চলের মুগবসান এবি মার্কেটে এবি হিউম্যান কেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় এবং সোসাইটির সম্পাদক তথা চিকিৎসক শেখ কমরুদ্দিনের উদ্যোগে বিনামূল্যে রক্তের শর্করা পরীক্ষা করার ক্যাম্পের আয়োজন করা হয়।
জানাগিয়েছে, এদিন এই ক্যাম্পে ৮৭জন সাধারণ মানুষ বিনামূল্যে রক্তের শর্করা পরীক্ষা করান। পাশাপাশি ২৬ জন সাধারণ মানুষের শারীরিক বিষয়ের কথা মাথায় রেখে ৭০ শতাংশ ছাড়ে বিশেষ পরীক্ষা করা হয়। এই দিন এই ক্যাম্পের শেষে উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী দিনেও এইভাবে মানুষের পাশে ও মানুষের সঙ্গে থাকতে চায় সোসাইটি।