আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ মে: ঐতিহ্যবাহী শ্যামনগর ব্রহ্মময়ী কালী মন্দিরের আজ ২১৩তম প্রতিষ্ঠা দিবস। এই কালী মন্দিরে বহুদূর দূরান্ত থেকে ভক্ত সমাগমও হয় প্রতিদিন। রাজ্যজু্রে এটি শ্যামনগর মুলাজোর কালী বাড়ি হিসাবে খ্যাতি লাভ করেছে। ইতিহাস বলে, এই মায়ের কাছে বহু যুগ ধরেই মানুষ বিশ্বাস ও ভরসা করে মূলো কমলালেবু দিয়েই পুজো করে আসছেন। প্রথমে সাধারণ পুজো, তারপর হোম যজ্ঞের মাধ্যমে আজকের বিশেষ পুজো সম্পন্ন হয়। পুজো শেষে ভক্তদের পাত পেড়ে ভোগ খাওয়ানো হয়। এদিনের অনুষ্ঠানে কয়েক হাজার ভক্ত সমাগম হয় শ্যামনগর ব্রহ্মময়ী কালী মন্দিরে।
মন্দিরের প্রধান পুরোহিত নিমাই চট্টোপাধ্যায় জানান, আজ সকালে সানাই বাজিয়ে মন্দিরের প্রধান দড়জা খোলা হয়। এরপর প্রতিষ্ঠা দিবসের বিশেষ পূজা অর্চনা শুরু হয়। পুজো অর্চনা শেষে হোম যজ্ঞ নিবেদন করেন মন্দিরের প্রধান পুরোহিত নিমাই চট্টোপাধ্যায়। পুজো শেষে আগত দর্শনার্থীদের এবং পথ চলতি মানুষদের পাত পেড়ে খিচুড়ি ভোগ, আলুর দম এবং মিষ্টান্ন বিতরণ করা হয়।