আমাদের ভারত, কলকাতা, ১ জুলাই: ভারত সরকারের ডাক বিভাগ (ওয়েস্ট বেঙ্গল সার্কেল) এবারের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অসাধারণ বিজয়ের স্মরণে একটি বিশেষ ডাক কভার প্রকাশ করলো। সোমবার কলকাতার যোগযোগ ভবন-এ ভারতীয় ক্রিকেটের চেতনা উদযাপনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ কভারটি প্রকাশ করেন পশ্চিমবঙ্গ সার্কেলের প্রধান পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার।
আইসিসি পুরুষদের টি ২০ বিশ্বকাপ, ২০২৪-এ ভারতের জয় ক্রিকেট ইতিহাসে একটি ঐতিহাসিক কৃতিত্ব। বিশ্ব মঞ্চে দলের ব্যতিক্রমী প্রতিভা, অধ্যবসায় এবং ক্রীড়ানুরাগের নিদর্শন। সেখানে ‘টিম ইন্ডিয়া’ পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেছে। এই গুরুত্বপূর্ণ উপলক্ষের প্রতি শ্রদ্ধা হিসেবে এই বিশেষ কভার। এটি ভারতের বিজয়ের সারমর্মকে তুলে ধরে, সাফল্যের অবদান রাখা খেলোয়াড়, কোচ এবং সমর্থকদের সম্মান জানায়।
অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে, নীরজ কুমার এই বিশেষ কভার জারির মাধ্যমে ভারতীয় খেলাধুলায় এমন একটি উল্লেখযোগ্য মাইলফলক স্মরণে আনন্দ প্রকাশ করেন। তিনি জাতির কৃতিত্ব এবং গুরুত্বপূর্ণ মাইলফলকগুলির আয়না হিসাবে ডাকটিকিটের ভূমিকা তুলে ধরেন।
অলিম্পিক গেমস, কমনওয়েলথ গেমস ইত্যাদির মতো স্মারক ডাকটিকিট এবং বিশেষ কভার ইস্যু করার মাধ্যমে খেলাধুলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন-গুলিকে স্মরণ করার জন্য ডাক বিভাগ সবসময়ই সহায়ক ভূমিকা পালন করেছে। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ, ডাকটিকিট সংগ্রাহক এবং ক্রীড়া উৎসাহীদের কাছ থেকে প্রশংসা পাবে, তাদের মূল্যবান সংগ্রহের অংশ হবে।
বিশেষ কভারে অনন্য নকশার উপাদান রয়েছে যা টি-টোয়েন্টি ক্রিকেটের গতিশীলতা এবং উত্তেজনাকে প্রতিফলিত করে। সাথে এটি জাতীয় গর্বের প্রতীক। এটি ভারতে ক্রিকেটের প্রতি দীর্ঘস্থায়ী আবেগ এবং দেশের সমৃদ্ধ ডাক ঐতিহ্যের প্রমাণ।