আমাদের ভারত, ১ জুলাই: লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হিন্দু সম্পর্কিত মন্তব্যে ঘিরে উত্তাল হয়েছে লোকসভা। রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখতে রাহুল গান্ধী শাসক জোটের সাংসদদের উদ্দেশ্যে হিন্দু সম্পর্কিত তীর্যক মন্তব্য করেন।
রাহুল গান্ধী বলেন, যারা নিজেদের হিন্দু বলেন তারা কেবল হিংসার কথা, ঘৃণার কথা এবং অসত্য কথা বলেন। তারপরই ট্রেজারি বেঞ্চ থেকে হইচই শুরু হয়ে যায়। বিজেপি সাংসদরা রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন। নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বলেন, গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসাশ্রয়ী বলে দেওয়া অত্যন্ত বিপদজনক।
সোমবার রাহুল ভগবান শিব, হজরত মুহম্মদ,গুরু নানক এবং যীশু খ্রীষ্টের ছবি হাতে নিয়ে সংসদ কক্ষে বলেন, ভারতের সঙ্গে অহিংসার ধারণা যুক্ত। শিবের ছবি দেখিয়ে তিনি বলেন, আপনি যদি প্রভু শিবের ছবি দেখেন তাহলে বুঝবেন হিন্দুরা কখনো ভয় হিংসা ছড়াতে পারে না। কিন্তু বিজেপি সর্বক্ষণ ভয় ঘৃণা ছড়িয়ে বেড়ায়। এমনকি শিবের অভয় মুদ্রার সঙ্গে কংগ্রেসের নির্বাচনী প্রতীক হাতের একটা যোগ সূত্র টেনে নেন তিনি।
একইসঙ্গে কংগ্রেস সাংসদ বলেন, মোদী, বিজেপি, আরএসএসই কেবল হিন্দু নয়। তারপরেই লোকসভায় হৈচৈ শুরু হয়ে যায়। রাহুলকে ক্ষমা চাইতে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শাহ বলেন, উনি জানেন না কোটি কোটি মানুষ নিজেকে গর্বের সঙ্গে হিন্দু বলে থাকেন। কোনো ধর্মের সঙ্গে হিংসাকে জড়িয়ে দেওয়া ভুল, তার ক্ষমা চাওয়া উচিত। রাহুল গান্ধীকে পাল্টা জবাব দিতে গিয়ে কংগ্রেস আমলের জরুরি অবস্থা এবং শিখ বিরোধী হিংসার প্রসঙ্গ মনে করিয়ে দেন অমিত শাহ।
আসলে রাহুল গান্ধী নিজের বক্তব্যের মাধ্যমে দাবি করেছিলেন, ভারত নামক ধারণার উপর আঘাত করছে শাসক দল। তার অভিযোগ, প্রধানমন্ত্রীর নির্দেশেই ইডি তাকে সহ ইন্ডিয়া জোটের নেতাদের হেনস্থা করেছে। তার কথায় ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর নির্দেশে আক্রমণের শিকার হয়েছেন তারা।
হিন্দু মহা পুরুষেরা অহিংসার পথ দেখিয়েছেন, কিন্তু নিজেদের হিন্দু বলে দাবি করা বিজেপি শুধু হিংসা ছড়ায়
রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সবসময় গুরুগম্ভীর থাকে। পাল্টা জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান আমাকে বিরোধী দলের নেতাকে গুরুত্ব সহকারেই নিতে শিখিয়েছে।