Meeting, Lodha Shabar community, লোধা শবর সম্প্রদায়ের উন্নয়নে বিশেষ বৈঠক জেলাশাসকের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের লোধা শবর সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হলো বিশেষ বৈঠক। আজ জেলাশাসকের উপস্থিতিতে জেলাশাসকের মিটিং হলে পশ্চিমবঙ্গ সরকারের লোধা শবর বোর্ডের বিশেষ বৈঠকের আয়োজন করা হয়।

জেলাশাসকের নির্দেশে আদিবাসী অধ্যুষিত এলাকায় পানীয় জলের সুব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আসন্ন গ্রীষ্মকালকে মাথায় রেখে দ্রুত এই কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। এছাড়াও আদিবাসী মানুষজনের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধির ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। আদিবাসী মানুষজনের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে রক্ত পরীক্ষারও ব্যবস্থা করা হচ্ছে। তাঁদের মধ্যে কারোর সিকেল সেল অ্যানিমিয়া আছে কিনা তাও নির্ণয়ের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন বোর্ডের মিটিংয়ে এ ব্যাপারে মানুষজনকে সঠিকভাবে সচেতন করার বার্তা দিয়েছেন জেলা শাসক। লোধা শবর বোর্ডের এদিনের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *