আমাদের ভারত, ২৭ জানুয়ারি: ফের বুকে ব্যথা অনুভব করায় সৌরভ গাঙ্গুলিকে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে।
কিছুদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন মহারাজ। কিন্তু ফের বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তথা জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে।
এর আগে ২ জানুয়ারি সকালে বাড়িতে জিম করার সময় হঠাৎ ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলেন সৌরভ। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তাঁকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর এঞ্জিওপ্লাস্টি হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন সৌরভের মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। স্টেন বসানোর পর তিনি সংকটমুক্ত বলেও জানিয়েছিলেন চিকিৎসকরা। আপাতত বাইপাস সার্জারি প্রয়োজন নেই বলেও জানানো হয়েছিল। সেই সময় সৌরভকে কলকাতায় দেখতে এসেছিলেন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী। সেই সময় বলা হয়েছিল সৌরভের আরো দুটি স্টেন বসানো হবে তবে সেটা কিছুদিন পর। আপাতত বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন দাদা।
এরমধ্যে আবার সৌরভের দাদা তথা প্রাক্তন ক্রিকেটার স্নেহাশীষ গাঙ্গুলির হার্ট ব্লকেজের হয়েছে বলে রায়। তাকেও উডল্যান্ড্স হাসপাতালে ভর্তি করা হয়। তারও স্টেন বসানো হয়।
এদিকে সৌরভ গাঙ্গুলিও বাড়িতে ডাক্তারদের পর্যবেক্ষণেই ছিলেন। কিন্তু শোনা যাচ্ছে মঙ্গলবার রাত থেকে আবার হালকা বুকে ব্যাথা অনুভব করেন। তার বেশকিছু দিন কাশি হয়েছে বলেও জানা গেছে। বুধবার বুকে ব্যাথা একটু বাড়ায় কোনো ঝুঁকি না নিয়ে ক্রিকেটের কামব্যাকের কিং তথা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।