নাগরিকত্ব বিল নিয়ে মমতার দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সোমেন মিত্র

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১১ ডিসেম্বর:
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় মমতার দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। গোটা দেশজুড়ে বিজেপি সরকারের এই নয়া নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আন্দোলন শুরু করেছে কংগ্রেস। তারই অঙ্গ হিসাবে বিধান ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন প্রদেশ কংগ্রেস নেতারা। অবস্থান-বিক্ষোভে যোগ দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, সংবিধান রক্তাক্ত করে দেশ বিরোধী নাগরিকত্ব আইন সংশোধন মানবে না কংগ্রেস। এর বিরুদ্ধে লাগাতার লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন কংগ্রেস কর্মীরা। এই বিলের বিরোধিতার নামে তৃণমূল যে ভূমিকা পালন করছে তা নিয়েও কটাক্ষ করেন তিনি। সোমেন মিত্র বলেন, তৃণমূল সাংসদরা কেন লোকসভায় বিলপাশের সময় অনুউপস্থিত ছিল? প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি করেন, রাজ্যের শাসক দলের আটজন সাংসদ অনুউপস্থিত ছিলেন।

পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলই এই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় সোচ্চার হয়েছে। বুধবার কলকাতায় লংমার্চের কর্মসূচি থেকে এই বিলের বিরুদ্ধে জোরালো ভাষায় আক্রমণ করেন বাম নেতারা। মঙ্গলবার পথে নেমে এর বিরোধীতা করে তৃণমূল এবং এসইউসিআই পৃথকভাবে। এদিন বিধান ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে কংগ্রেস। এই ইস্যুতে বাংলার রাজনীতি ফের সরগরম হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *