সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ ফেব্রুয়ারি: উন্নত চিকিৎসা পরিষেবার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতি বসছে। কেন্দ্র সরকারি সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশনের মাধ্যমে প্রায় ২ কোটি টাকা মূল্যের চিকিৎসার ১০টি আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম আসছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। আগামী মার্চ মাসেই যন্ত্রপাতিগুলি মেডিক্যাল কলেজে পৌঁছে যাবে বলে আশা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি এবিষয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সঙ্গে কেন্দ্রের পাওয়ার গ্রিড কর্পোরেশনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই যন্ত্রগুলি এসে গেলে রোগীদের আরও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে। তাছাড়া চিকিৎসক পড়ুয়ারাদেরও বিশেষ সুবিধা হবে। তারাও এনিয়ে পড়াশুনা ও কাজ করার সুযোগ পাবে।
উল্লেখ্য, রাজ্যের চিকিৎসা পরিষেবায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের সুনাম থাকলেও পরিকাঠামোগত কিছু সমস্যা রয়ে গেছে। উন্নত যন্ত্রপাতি ও সরঞ্জামের অভাবে অনেক সময় উপযুক্ত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হয় না। এই মেডিক্যাল কলেজে পাঠরত পড়ুয়ারা এই সব অতি উন্নত যন্ত্রপাতি ব্যবহার করার সুযোগ পাচ্ছিলেন না বলে দাবি করে আসছিল। স্বাস্থ্য ভবনেও এসব উন্নত যন্ত্রপাতির আবেদন জানিয়েছে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এই অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের পাশে দাঁড়ালো কেন্দ্রীয় সরকারের পাওয়ার গ্রিড কর্পোরেশন। মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে এবার নিজেদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রকল্পে ১০টি উন্নত মানের যন্ত্র সরবরাহ করতে চলেছে পাওয়ার গ্রিড কর্পোরেশন।
মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, মোট ১ কোটি ৮৮ লক্ষ ৫৮ হাজার ৪৬৬ টাকা অর্থ মূল্যের ওই ১০টি যন্ত্র ও সরঞ্জাম হাসপাতালের চক্ষু, মানসিক, নাক কান গলা, স্ত্রী রোগ ও শারীরবিদ্যা বিভাগে বসানো হবে বলে জানাগেছে।