সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ ফেব্রুয়ারি: নেশার টাকা না পেয়ে মাকে মারধর করল ছেলে। ছেলের হাতে আহত মা বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। গুনধর ছেলেকে অবশ্য পুলিশ শেষপর্যন্ত গ্রেপ্তার করেছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায়।
পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, গাইঘাটার পূর্ব সোনাটিকারী গ্রামের বাসিন্দা পলাশ পাল তার মায়ের কাছে নেশার টাকা চায়, মা টাকা দিতে অস্বীকার করলে তাঁকে মারধর করে। অভিযোগ, পলাশ কাজকর্ম না করে প্রায় দিনই নেশা করে বাড়ি ফেরে। তাই নিয়ে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য লেগেই থাকে। শুক্রবার রাতে আবারও পলাশ তার মা মিনা পালের কাছে নেশা করার জন্য টাকা চায়। কিন্তু মিনাদেবী ছেলেকে নেশা করার জন্য টাকা দিতে অস্বীকার করে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে যায় পলাশ। তারপর মাকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। সেই আঘাত সামলাতে না পেরে পড়ে যান বছর ৫০- এর মিনা দেবী। আর তাতেই পায়ে মারাত্মকভাবে আঘাত পান। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারাই মিনাদেবীকে চাঁদপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁর আঘাত গুরুতর হওয়ায় পরে রাতে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এদিকে তার এক পরিজনের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে গুনধর ছেলে পলাশ পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে বনগাঁ আদালতে তোলা হয়।