অমিত শাহকে নরখাদক বলে ব্যক্তিগত আক্রমন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ ফেব্রুয়ারি: অমিত শাহকে নরখাদক বলে ব্যাক্তিগত আক্রমন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি শনিবার বিধানভবনে বলেন, নরখাদকের সভায় আপনারা কেউ যাবেন না। রবিবার শহিদ মিনার ময়দানে অমিত শাহের সভা বয়কটের জন্য বাংলার মানুষের কাছে এই ভাষাতেই আবেদন রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। যখন রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে তখন মাইক বাজিয়ে সমাবেশের অনুমতি মেলায় তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন। ভুবনেশ্বরে আয়োজিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় মমতার যোগদান নিয়ে কড়া আক্রমণ করেন তিনি। সোমেনবাবু বলেন, সারদ-নারদায় গলা পর্যন্ত জর্জরিত হয়ে আছে তৃণমূল। রাজীব কুমার থেকে তৃণমূলের একাধিক নেতা সিবিআইয়ের আতস কাঁচের নিচে। তা থেকে রক্ষা পেতেই কি মুখ্যমন্ত্রীর ছুটে যাওয়া বলে প্রশ্ন সোমেন মিত্রের।

দিল্লির হিংসার ঘটনার প্রতিবাদে আগামী সোমবার কংগ্রেস ও বামেরা যৌথ ভাবে কলকাতায় মহামিছিল সংগঠিত করবে বলে এদিন ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজ্যসভা নির্বাচনে বামেদের প্রার্থীকে তাদের সমর্থন দিতে কোনও আপত্তি নেই বলেও এদিন সাফ জানিয়ে দেন সোমেন মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *