রাজনীতি করার আগে ইতিহাস-ভূগোলটা অন্তত পড়ুন, অভিষেককে নজিরবিহীন আক্রমণ সোমেন পুত্রের

রাজেন রায়, কলকাতা, ৩০ নভেম্বর: সোমেনবাবু ডায়মন্ড হারবারের জন্য কিছু করেননি, রবিবার সাতগাছিয়ার জনসভায় এমন কথাই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সেই আক্রমণের কড়া ভাষায় জবাব দিলেন সোমেন পুত্র রোহন মিত্র। অভিষেকের বিরুদ্ধে সুর চড়িয়ে সোমবার রোহন বলেন, ‘অভিষেকবাবু, সােমেন মিত্রের মূল্যায়ণ করার আগে ইতিহাস– ভুগােলটা একটু ভাল করে জেনে আসুন। দরকারে আপনার দলের নেতা, মন্ত্রী, যাঁদের নেতা বানিয়েছিলেন সােমেন মিত্র, তাঁদের কাছে গিয়ে একটু – আধটু হােম ওয়ার্ক করে তারপর বক্তব্য রাখুন।’

কিন্তু কেন এমন কথা বললেন সোমেন পুত্র? রোহন মিত্রের দাবি, সারদা সহ চিটফান্ড দুর্নীতির কবলে পড়ে ডায়মন্ডহারবার তথা দঃ ২৪ পরগণার গরিব মানুষরা সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেই সব হারানাে মানুষগুলাের প্রতি দায়বদ্ধতা থেকেই সােমেন মিত্র ঘৃণায় তৃণমূল ছেড়েছিলেন। তিনি সেই দায়বদ্ধতা থেকেই দুর্নীতিগ্রস্ত একটা দলের সংসর্গ ত্যাগ করে, হেলায় সাংসদ পদ ছেড়ে আবার পুরানাে দল কংগ্রেসে তা ই আসেন। তৃণমূলের মতাে অসৎ দলের বিরুদ্ধে লড়াই করার শপথ নিয়েছিলেন। শুধু তাই নয়, সাংসদ থাকাকালীনই চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি দায়বদ্ধতা থেকে সর্বোচ্চ স্তরে চিঠিও লিখেছিলেন সােমেন মিত্র। কিন্তু দুঃখের বিষয় এসব কিছুই জানেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রোহন মিত্র আরও বলেন, ‘ডায়মন্ডহারবারের সাংসদ থাকাকালীন প্রয়াত সােমেন মিত্র কী কী কাজ করেছিলেন তা আজ মঞ্চে বসা অশােক দেব অথবা প্রয়াত তমোনাশ ঘােষ – এর কাছ থেকে এতদিনে জেনে নিতে পারতেন অভিষেকবাবু। হােমওয়ার্ক না করে নামলে ভুলভাল কথা মুখ দিয়ে বেরিয়ে আসবেই। সোমেন মিত্রের সেই জেতা আসনে আজ প্যারাট্রুপার হয় সাংসদ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *