সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারে উত্তর দিনাজপুরে শুরু হল “চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি”

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১ ডিসেম্বর: স্কুলের ছাত্রছাত্রীদের খোঁজখবর নিতে ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটি শুরু করল “চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি।” তৃনমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সংগঠনের শিক্ষক শিক্ষিকারা খাতা কলম ও পাঠ্য সামগ্রী হাতে নিয়ে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে শহরের বস্তি এলাকা বা গ্রামের প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রীদের পড়াশুনার হালহকিকতের খবর নেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলো পাচ্ছেন কিনা তার খোঁজ খবর নেওয়া ও প্রচারের কাজ শুরু করেছেন। পড়ুয়াদের হাতে তুলে দিচ্ছেন খাতা কলম ও চকোলেট। শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার সর্বস্তরের মানুষ।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই পড়াশুনা চালু রাখলেও বস্তি বা প্রত্যন্ত অঞ্চলের গরিব দুঃস্থ পড়ুয়াদের জন্য আগেই গ্রামে গ্রামে গিয়ে পাঠশালায় শিক্ষাদান করেছিলেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকারা। এবার সেইসব খুদে পড়ুয়ারাই বাড়িতে পড়াশুনা করছে কিনা তাদের কি সমস্যা তা খতিয়ে দেখতে ” চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি ” কর্মসূচি গ্রহন করেছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটি।

আজ রায়গঞ্জ শহরের বিভিন্ন বস্তি এলাকায় প্রাথমিক স্কুলের পড়ুয়াদের হাতে খাতা, কলম ও চকোলেট তুলে দেওয়ার পাশাপাশি অভিভাবকদের সাথে পড়ুয়াদের পড়াশুনা নিয়ে কথাবার্তা বলেন শিক্ষক শিক্ষিকারা। এর পাশাপাশি প্রতিটি মানুষ রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা বা না পেলে প্রকল্পগুলি নিয়ে অভিভাবকদের কাছে সবিস্তারে আলোচনা করেন। সাধারন মানুষকে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচার করে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সদস্যারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *