পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জুলাই: ঐতিহ্যবাহী ১৫১ বছরের প্রাচীন মেদিনীপুর কলেজ (স্বশাসিত) ও ১৯০ বছর অতিক্রান্ত মেদিনীপুর কলিজিয়েট স্কুলের সামনের রাস্তার পরিবেশগত সমস্যার সমাধান হল বহু বছর পর। ঐতিহ্যবাহী এই দুই প্রতিষ্ঠানের সামনের রাস্তার যানজট ও হকার সমস্যার সমাধানের আবেদন বহুদিন ধরে করে আসছিলেন এলাকাবাসী, ছাত্র- ছাত্রী, অভিভাবক সহ স্কুল ও কলেজ কর্তৃপক্ষ।
মেদিনীপুর পুর প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে হকারদের স্থানন্তকরণ, পুনর্বাসন এবং ফুটপাত দখলমুক্ত হওয়ার জন্য স্কুল ও কলেজ কর্তৃপক্ষ ধন্যবাদ জানায় পুর প্রশাসনকে। কলেজ কর্তৃপক্ষের তরফে রাজেন্দ্রনাথ দত্ত, ডঃ মণি মোহন মন্ডল, অখিল পান্ডে, বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া, দীপঙ্কর সান্নিগ্ৰাহী, সোমা গাঁতাইত সহ অন্যান্যরা পৌর প্রধানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।