অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ নভেম্বর: ঝাড়গ্রাম শহরে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকদিন আগে সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে এক মহিলার হার ছিনতাইয়ের পর বাছুর ডোবা এলাকার এক ব্যবসায়ীর টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আজ রবিবার সন্ধ্যায় ফের এক মহিলার হার ছিনতাইয়ের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে শহরে।
রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ঝাড়গ্রামের প্রয়াতঃ প্রখ্যাত চিকিৎসক সীতানাথ দে’র স্ত্রী লিপিকা দেবী সান্ধ্য ভ্রমণ সেরে বাড়ি ফিরে যখন ঘরের দরজা খুলছিলেন সেই সময় কালো কাপড়ে মুখ ঢাকা এক দুষ্কৃতী পিছন দিক থেকে এসে তার গলার সোনার হারটি ছিনতাই করে পালিয়ে যায়। এই সময় ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন লিপিকা দেবী। আশ্রয় নেন পাশের একটি নার্সিংহোমে। সেখান থেকেই খবর দেওয়া হয় পুলিশে। এরপর ঝাড়গ্রাম থানা থেকে পুলিশ বাহিনী এসে পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
শহরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি জানিয়েছেন, ঝাড়গ্রামে নেশাগ্রস্থের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। নেশার যোগানের জন্যই এসব ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে মনে করছেন তারা।