ক্রমশ শক্তি হারাচ্ছে করোনা, তুলনামূলক অনেকটাই কম প্রাণঘাতী , আশার আলো মিলানের গবেষকদের তথ্যে

আমাদের ভারত, ১ জুন: ক্রমশই শক্তি হারাচ্ছে করোনা। আগের তুলনায় এই ভাইরাস এখন অনেকটাই কম প্রাণঘাতী। সম্প্রতি এক গবেষণায় মিলেছে এমনই আশার আলো। গোটা বিশ্বকে তছনছ করে দিচ্ছে এই মারণ ভাইরাস। সময় যত এগিয়েছে জিনের মিউটেশনের মধ্যে দিয়ে নিজেকে বদলে ফেলেছে এই ভাইরাস। আর তার সঙ্গে বদলে গেছে এই রোগের উপসর্গও। কিন্তু তারই মধ্যে এই আশার আলো দেখালো ইতালির মিলানের একদল গবেষক।

ইতালির মিলানে সান রাফায়েল হাসপাতালের প্রধান আলবার্তো জাংরিলো বলেছেন, বর্তমানে ইতালীতে করোনা ভাইরাসের ক্লিনিক্যাল অস্তিত্ব নেই। এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর দিক থেকে ইতালি বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। একুশে ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত করোনায় সেখানে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৪১৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৫ হাজারের বেশি।

কিন্তু সেখানকার গবেষণাতে দেখা গেছে। মে মাস থেকে ইতালিতে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার অনেকটাই কমতে শুরু করেছে। লকডাউন সহ বেশ কিছু বিধি-নিষেধও শিথিল করেছে ইতালি সরকার।

ইতালির চিকিৎসখ মাত্তেও বাসেতি বলেন, দুমাস আগে করোনা ভাইরাসের যে শক্তি ছিল তা এখন অনেকটাই দুর্বল হয়েছে। তার কথায়, “এটা পরিষ্কার যে কোভিড-১৯ এখন ভিন্ন একটি রোগ।”

কিন্তু এখুনি ইতালিকে করোনা মুক্ত বলে দাবি করতে নারাজ সেদেশের সরকার। বরং সেখানে স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া যারা বলছেন ইতালিতে ভাইরাসের অস্তিত্ব নেই তাদের বলব দেশবাসীকে দ্বিধায় ফেলবেন না।” মন্ত্রকের তরফে দেশবাসীর উদ্দেশ্যে আরও বলা হয়েছে,”সবাইকে অনুরোধ করব সব রকম সর্তকতা অবলম্বন করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। মাস্ক পড়ুন। নিয়মিত হাত ধুতে থাকুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *