SJDA, market complex, Jalpesh temple, জল্পেশ মন্দির সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের জন্য মার্কেট কমপ্লেক্স তৈরির করলো এসজেডিএ

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৩ ফেব্রুয়ারি: জলপাইগুড়ি’র ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মন্দির সংলগ্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবসায়ীদের এক ছাতার তলায় নিয়ে আসতে মার্কেট কমপ্লেক্স তৈরি করেছে এসজেডিএ (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ)। মুখ্যমন্ত্রী’র নির্দেশে তিন কোটি টাকা ব্যয়ে জল্পেশ মন্দিরকে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে করা হচ্ছে বলে জানালেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।

অন্যদিকে শিলিগুড়ি’র কাওয়াখালিতে ৪২২টি ও জলপাইগুড়িতে ৬৪টি পরিবারকে ঘর দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের ধর্মীয় স্থান হিসেবে পরিচিত জল্পেশ মন্দির। এই মন্দিরে সারা বছর প্রচুর মানুষ এসে থাকেন। কিন্তু মন্দিরের আশপাশে অসংখ্য দোকান ছড়িয়ে থাকায় মন্দিরের সৌন্দর্যায়ন যেমন নষ্ট হচ্ছিল, তেমনি ব্যবসায়ীদেরও সমস্যা হচ্ছিল। মন্দিরের ট্রাস্ট কমিটি’র অনুরোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১০৪ জন ব্যবসায়ীর জন্য মার্কেট কমপ্লেক্স তৈরি করেছে এসজেডিএ। বর্তমানে মার্কেট কমপ্লেক্সে মন্দিরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিহ্নিত করা ৮১জন ব্যবসায়ীকে দোকানের লিস দেওয়া হবে বলে দাবি। আরও ১৭-১৮টি দোকান ফাঁকা থাকবে, এলাকার কোনো ইচ্ছুক ব্যবসায়ী সরকারি নিয়ম মেনে দোকান নিয়ে সেখানে ব্যবসা করতে পারবেন বলে দাবি এসজেডিএ’র।

অন্যদিকে এসজেডিএ’র তরফে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি স্থায়ী সার্কিট বেঞ্চের আইনজীবী ও মামলাকারীদের সুবিধার্থে বসা ও কাজ করার জায়গা করা হবে সেখানে। লাটাগুড়িতে মার্কেট হাট করা হয়েছে এসজেডিএ’র উদ্যোগে। এতে সাধারণ মানুষের অনেক সুবিধে হয়েছে, হাট তৈরি করে দেওয়ার দাবি এসজেডিএ।

এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, “মার্চ মাসের প্রথম সপ্তাহে জল্পেশ মন্দিরের সামনে মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *