আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ মে: চেন্নাই থেকে হুগলির গোঘাটে ফেরার সময় পথ দুর্ঘটনায় আহত হয়েছেন ছয় জন পরিযায়ী শ্রমিক। শ্রমিক স্পেশাল ট্রেনে খড়্গপুরে নামার পর তারা একটি মারুতি গাড়ি করে শনিবার সকাল দশটা নাগাদ হুগলির দেশে রওনা দেন। যাওয়ার পথে কেশপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের ভাড়া করা মারুতি ভ্যানটি। একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ায় মারুতি ভ্যানটি কেশপুর বাজারের কাছে রাস্তার পাশে উল্টে যায়। ফলে, ভেতরে থাকা ছয়জন শ্রমিক গুরুতর আহত হয়।
কেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ছয় জন শ্রমিককে উদ্ধার করার পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গ্রেপ্তার করা হয় ডাম্পারের চালক ও খালাসিকে। তরুণ রুইদাস, রহমতুল্লা খান, বাপান খান, রাহেন মোল্লা সহ ওই ছয়জন চেন্নাইতে ঠিকা শ্রমিকের কাজ করতো বলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে। কেশপুর থানার পুলিশ শ্রমিকদের বাড়িতে দুর্ঘটনার খবর পাঠিয়েছে।