Tathagata Roy, উত্তরাধিকার সূত্রে পার্টির মাথায় গিয়ে বসা, কটাক্ষ তথাগত রায়ের

আমাদের ভারত, ১৩ নভেম্বর: উত্তরাধিকার সূত্রে পার্টির মাথায় গিয়ে বসার বিষয়টিকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বুধবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “পারিবারিক সূত্রে রাজনৈতিক দলের অধিকার পাওয়া নিয়ে অনেকের confusion আছে দেখছি। এতটা বুদ্ধিহীনতা আশঙ্কা করিনি। কোনো বড় নেতার সন্তান তার বাবার পার্টিতে কেন ঢুকতে পারবে না? আপত্তি হবে তখনি, যখন অন্য কোন যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই, শুধু উত্তরাধিকারসূত্রে, সে তড়াক করে একেবারে পার্টির মাথায় গিয়ে বসবে!”

এই সঙ্গে আরও তাঁর বার্তার তিনটি প্রতিক্রিয়া শেয়ার করেছেন তথাগতবাবু। হারুণ অল রশিদ লিখেছেন, “ভাবুন! জন্মানোর পর কোনও দিন, না চাকরি খুঁজতে হল, না কোনও লড়াই করতে হল শুধুই আমেরিকাতে গিয়ে চোখ অপারেশন হল আর মালয়েশিয়ার মেয়েকে বিয়ে করা হল। এই তো জীবন কালীপদ দা।”

চিত্ত যেথা ভয়শূন্য’ নামের আড়ালে একজন লিখেছেন, “পারিবারিক দল সেটাই যেটার ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বংশ পরম্পরায় একটা বায়োলজিক্যাল পরিবারের হাতে থাকে। যেমন কংগ্রেসের শেষ কথা গান্ধী ফ্যামিলি, SP- র মুলায়ম সিং ফ্যামিলি, TMC- র ব্যানার্জি ফ্যামিলি, RJD- র লালু ফ্যামিলি ইত্যাদি। BJP, CPM এর মধ্যে পড়ে না।”

শৈবাল কুমার ব্যানার্জি লিখেছেন, “যোগ্যতাই একমাত্র মাপকাঠি হওয়া উচিত। নেহেরু কন্যা ইন্দিরা ছিলেন একজন প্রকৃত জননেত্রী ও খুবই যোগ্যা। আবার রাজীব পুত্র-কন্যা পৃথিবীর যাবতীয় সুযোগ পেয়েও কিছুই পারলেন না। পরিবারতন্ত্রের অসুবিধা হল, অযোগ্য হলেও তাকে নিয়ে চরম মাতামাতি হয়। দেশের এবং দলের ক্ষতি একসাথে হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *