আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ নভেম্বর: বিবাহ বার্ষিকী পালন করলেন সম্পূর্ণ অন্যভাবে। দুস্থঃ মানুষদের কম্বল ও চারাগাছ দিয়ে সামাজিক ও পরিবেশ রক্ষার বার্তা দিয়ে নিজেদের বিবাহবার্ষিকীর দিনটা পালন করল তমলুকের সিংহ দম্পতি।
এবছরটা ছিল তমলুকের বিশিষ্ট ব্যবসায়ী দেবদুলাল ও গোপা সিংহের ২৫ তম বিবাহবার্ষিকী। দিনটা শুধুমাত্র পরিবার পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ উৎসবে কাটাতে চাননি। তার বদলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গরীব দুঃস্থ মানুষদের কম্বল ও চারাগাছ দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন, ভাইস চেয়ারম্যান দিপেন্দ্রনারায়ণ রায় ও কয়েকজন কাউন্সিলর। উপস্থিত অতিথিদের হাত দিয়ে শতাধিক গরীব মানুষদের হাতে কম্বল ও চারাগাছ তুলে দেন। এদের প্রত্যেকের হাতে খাওয়ারের প্যাকেটও তুলে দেওয়া হয়।
এরপর স্থানীয় একটি অনাথ আশ্রমের আবাসিকদের ভুরিভোজ করে খাওয়ান তারা। এছাড়াও তমলুক ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের কাজের সুবিধার্থে গৃহনির্মাণের জন্য কয়েক লক্ষ টাকা দান করেছেন এই সিংহ দম্পতি।