ভরা বিধানসভায় অধ্যক্ষকে চুম্বন বিধায়কের

আমাদের ভারত,২০ নভেম্বর:রাহুল গান্ধীর জাদু কি ঝাপ্পি পর এবার বিধানসভার ভেতরে চুম্বন দৃশ্য। শুনে অবাক লাগলেও এটাই বাস্তব।এই বিরল ঘটনা ঘটেছে ওড়িশা বিধানসভায়। ভরা বিধানসভায় অধ্যক্ষকে রীতিমত ফ্লাইং কিস দিয়েছেন বিধায়ক। ভারতবর্ষের অতীত ইতিহাসে এহেন কোন দৃশ্য আগে কেউ দেখেছেন বলে মনে পড়ছে না।

সম্প্রতি সংসদে দেখা গিয়েছিল রাহুল গান্ধী হঠাৎই দৌড়ে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেন জাদু কি ঝাপ্পি দেন। তার পরেই ফিরে গিয়ে নিজের আসনে বসে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে দেখে চোখ মারেন। আর তারপর তা নিয়ে জাতীয় রাজনীতি তোলপাড় হয়।

রাহুলের পর এবারও একইভাবে বিতর্কে জড়ালেন সেই কংগ্রেস বিধায়কই। বিধানসভার অধ্যক্ষকে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়ে বিতর্কে জড়িয়েছেন এই কংগ্রেস বিধায়ক।

ওড়িশা বিধানসভার অধ্যক্ষ এস এন পাত্রকে ফ্লাইং কিস ছুঁড়ে দেন কংগ্রেস বিধায়ক তারাপ্রসাদ বাহিনীপতি। আর তাতে গোটা বিধানসভায় উঠে যায় হাসির রোল। হেসে গড়াগড়ি প্রতিটি বিধায়ক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সামলে নেওয়া হয়। অনেকেই প্রশ্ন তোলেন অধ্যক্ষকে অপমান করেছেন বিধায়ক।

জানা গেছে জলের সমস্যা নিয়ে বক্তব্য পেশ করতে চেয়েছিলেন জোপোর কংগ্রেস বিধায়ক তারাপ্রসাদ বাহিনীপতি। কিন্তু শাসক দলের বিধায়করা তাকে থামাতে গেলে অধ্যক্ষ সবার আগে কংগ্রেস বিধায়ক তারাপ্রসাদকে বলার সুযোগ দেন। আর তাতে অত্যন্ত খুশি হয়ে ভরা বিধানসভার অধ্যক্ষকে ফ্লাইং কিস ছুঁড়ে বসেন ওই কংগ্রেস বিধায়ক।

তবে কংগ্রেস বিধায়ক তারাপ্রসাদ বাহিনীপতি দাবি করেছেন, অধ্যক্ষকে অপমান করার জন্য তিনি এই কাজ করেননি। বরং সম্মান জানাতেই এই কাজ করেছেন তিনি। তার দাবি শ্রদ্ধা এবং সম্মান এর চিহ্ন এই ফ্লাইং কিস। তিনি বলেন,’আমাকে সবার আগে বলার সুযোগ করে দেওয়ার জন্য আপ্লুত। হয়েই এভাবে সম্মান জানিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *