জগন্নাথের রথ এগিয়ে চলেছে, দড়িতে হাত লাগিয়ে শুভেন্দু অধিকারী পুণ্যবান হবেন কি না তাঁর ব্যাপার: সায়ন্তন বসু

সাথী দাস, পুরুলিয়া, ২৩ নভেম্বর:  তৃণমূলের এই মুহূর্তে সবচেয়ে চর্চিত মন্ত্রী তথা নেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু। রবিবার পুরুলিয়ায় দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন প্রসঙ্গ ক্রমে বলেন, “জগন্নাথের রথ গন্তব্য স্থলের দিকে এগিয়ে চলেছে, দড়িতে হাত লাগিয়ে শুভেন্দু অধিকারী পুণ্যবান হবেন কি না তাঁর ব্যাপার।” তিনি আরও বলেন, “তৃণমূল কংগ্রেসের এই অত্যাচারিত সরকার, কালীঘাটের হিটলারি সরকারের পরিবর্তন করতে গেলে শুভেন্দু অধিকারী এতে যোগদান করে হাত মেলান তাহলে মানুষ তাঁকে স্বাগত জানাবে।”

এদিন সাংবাদিক বৈঠকে আগাগোড়া সায়ন্তন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের তির ছোঁড়েন। তিনি তৃণমূল সরকারকে অত্যাচারিত ফ্যাসিস্ট সরকার বলে মন্তব্য করে বলেন, “এই সরকারের এবং দলের মাথায় বসে আছেন মুখ্য মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা।” তবে, তিনি সরাসরি কোনও ব্যক্তির সঙ্গে লড়াই নেই বলে জানিয়েছেন। দলের নীতি ও আদর্শের সঙ্গে লড়াই বকে জানিয়ে দেন।

বিগত ভোটের মতো বিধান সভা নির্বাচনেও সন্ত্রাস হবে বলে আশঙ্কা প্রকাশ করেন বিজেপির এই রাজ্য নেতা। তবুও তৃণমূল পুরুলিয়া জেলায় একটি আসনেও জিততে পারবে না বলে দাবি করেন এই বিজেপি নেতা।

এদিন তিন সাংগঠনিক জেলা পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুরের যুব মোর্চার বিশেষ সাংগঠনিক বৈঠকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু। এই প্রসঙ্গে তিনি জানান, “বিধানসভা নির্বাচনে নতুন ভোটারদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে এই জেলাগুলিতে। বুথে বুথে ১১ জন যুবককে নিয়ে জন সংযোগের মাধ্যমে কার্যক্রম হবে।” ভোটের আগে যুবদের নিয়ে রূপরেখা চূড়ান্ত করতে এখানে এদিন আসা বলে জানান সায়ন্তন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *