আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৭ নভেম্বর:
“শুভেন্দু অধিকারীর মন্ত্রীত্ব ত্যাগ, তৃণমূল কংগ্রেস দলের শেষের শুরু। শুভেন্দু অধিকারী দলকে সংকেত দিয়েছিলেন তিনি দলে থাকতে পারছেন না। তার অসুবিধার কথা তিনি জানিয়েছিলেন। কিন্তু তার কথা শোনেননি কেউ। এখান থেকেই তৃণমূলের শেষের শুরু হয়ে গেল।” প্রতিক্রিয়া রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের।
উত্তর ২৪ পরগনার বনগাঁয় দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসে সাংবাদিকদের এই প্রতিক্রিয়াই দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী কি বিজেপিতে যোগ দিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, “আমি জানি না শুভেন্দু কোথায় যাচ্ছেন, কিন্তু বিজেপি দরজা খোলা আছে, যে আসবে আমরা তাকে নিয়ে নেব।” এই প্রসঙ্গে তিনি বলেন, মুকুলদার মতন যোগ্য ব্যক্তি আজ বিজেপিতে যোগ দিয়েছেন। শুভেন্দু অধিকারী তার থেকে জুনিয়ার হলেও তিনিও যোগ্য। যাঁরা দলের জন্য কাজ করেছেন, তাঁরা এখন সম্মান পাচ্ছেন না, তাই তাঁরা একে একে চলে আসছেন। তিনি বলেন শুভেন্দুবাবুর পদত্যাগ শুধু সময়ের অপেক্ষায় ছিল। শুভেন্দু বাবুর মতো আরও অনেক নেতা সাংসদ বিধায়ক আছেন তারাও সংকেত দিয়েছেন। শুভেন্দুবাবু দরজা খুলে দিয়েছেন, এবার একে একে তারাও হুড় হুড় করে বেরিয়ে আসবেন। তৃণমূলের শেষের শুরু হয়ে গেল।