আশিস মণ্ডল, রামপুরহাট, ২৭ নভেম্বর: সংখ্যালঘু মানুষদের বিজেপিতে যোগদান করানোয় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে উঠলো তৃণমূলের বিরুদ্ধে। রিভলবারের আঘাতে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তা লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচেছেন ওই বিজেপি কর্মী। জখম বিজেপি কর্মীকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজেপি কর্মীর নাম সিলন শেখ। বাড়ি বীরভূমের মাড়গ্রাম দর্জিপাড়া। দিন সাতেক আগে মাড়গ্রমে বিজেপির একটি সভা হয়। ওই সভায় বেশ কিছু সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগদান করেন সিলনের হাত ধরে। সেই অপরাধে শুক্রবার বেলার দিকে মাড়গ্রাম বাজারে তাকে একা পেয়ে পঞ্চায়েত প্রধান ভুট্টু শেখের নেতৃত্বে মারধর করা হয় বলে অভিযোগ। মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। মাড়গ্রাম থানায় মৌখিক অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও ভুট্টু শেখ অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে মাড়গ্রাম থানার পুলিশ। বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলে, “দিন কয়েক আগে আমাদের সংখ্যালঘু সেলের নেতা রেজাউল ইসলাম কে মারধর করে। এবার সিলন শেখ। আমরাও এর শেষ দেখে ছাড়ব।”