আমাদের ভারত, মেদিনীপুর, ১১ ডিসেম্বর: শুভেন্দু অনুগামী হাওয়ায় মেদিনীপুর পৌরসভার প্রশাসক পদ থেকে আগে সরিয়ে দেওয়া হয়েছিল প্রণব বসুকে। এরপর সরানো হয় খড়ার পুরসভার প্রাক্তন প্রশাসক উত্তম মুখোপাধ্যায়কে। এর ফলে দুজনেই আইনি হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছেন। মুখ্যমন্ত্রীর সভার আগে মেদিনীপুর পুরসভার প্রশাসক পদ থেকে প্রণব বসুকে সরানোর সঙ্গে সঙ্গে তিনি হাইকোর্টে মামলা করেন। এরপর খড়ার পুরসভার প্রশাসক পদ থেকে শুভেন্দু ঘনিষ্ঠ উত্তম মুখোপাধ্যায়কে সরিয়ে ঘাটালের বিধায়ক শঙ্কর দলুইকে দায়িত্ব দেয় পুর ও নগর উন্নয়ন দপ্তর। এরপর হাইকোর্টে মামলা করেন উত্তমবাবু। মঙ্গলবার জমা পড়া রিট পিটিশনের শুনানি হবে ১৪ ডিসেম্বর।
উত্তম মুখোপাধ্যায় বলেছেন, আমার বিরুদ্ধে কোনও দুর্নীতি নেই। পুরসভা ঠিকঠাক চালিয়ে আসছিলাম। হঠাৎ আমাকে না জানিয়ে বিধায়ক শঙ্কর দলুইকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শংকরবাবু জানিয়েছেন, আমার ঘাটাল বিধানসভার অন্তর্গত খড়ার পৌরসভা। সেখানে নাগরিক পরিষেবা এবার ঠিকমতো পাওয়া যাবে।
রাজনৈতিক মহলের বিশ্লেষণ, শুভেন্দু অধিকারী তৃণমূল দল না ছাড়লেও দলের সঙ্গে একইভাবে দূরত্ব বজায় রেখে চলেছেন। এজন্য তার অনুগামীদের পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। মেদিনীপুর পৌরসভায় প্রণব বসু এবং খড়ার পৌরসভা থেকে উত্তম মুখোপাধ্যায়কে এজন্যই তড়িঘড়ি পুরসভার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র শুভেন্দু ঘনিষ্ঠ হওয়ার কারণেই তাদেরকে প্রশাসকের পদ থেকে সরানোর এই সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেছেন এই দুই প্রাক্তন প্রশাসক।