আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: কাঁথি পুরসভার প্রশাসক মন্ডলী থেকে অপসারিত হলেন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী। সেইসঙ্গে ব্যারাকপুরের টিটাগড়ে আজ শুভেন্দুর বক্তব্য থেকে উঠে এল সৌমেন্দুর আগামীকাল বিজেপিতে যোগদানের জল্পনা। কাঁথি পুরসভার প্রশাসক মন্ডলী থেকে শুভেন্দুর ছোটভাই সৌমেন্দুকে অপসারণ করেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। রামনগরের বিধায়ক অখিল গিরি ইঙ্গিত দিয়েছিলেন
আগেই। গতকাল তিনি শুভেন্দু ও বিজেপির সভায় লোক নিয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন সৌমেন্দুর বিরুদ্ধে। একদিনের মধ্যেই এই অভিযোগের ভিত্তিতে সৌমেন্দুকে সরিয়ে দেওয়া হল।
আজ টিটাগড়ের সভায় শুভেন্দু বলেন, অধিকারী পরিবারে পদ্ম ফুল ফুটবেই। এমনকি হরিশ চ্যাটার্জি স্ট্রীটে গিয়েও পদ্ম ফোটাবো। তিনি বলেন, অধিকারী পরিবারের জন্যই পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জয় হয়েছিল। এবার আর তা হবে না। এরপরেই জল্পনা শুরু হয় সৌমেন্দুর বিজেপিতে যাওয়ার। তার এক মিনিট পরেই কাঁথি পুরসভার প্রশাসক মন্ডলী থেকে সৌমেন্দুর অপসারণের খবর পাওয়া যায়। এ বিষয়ে অবশ্য সৌমেন্দু বাবুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।