আমাদের ভারত, ২২ জানুয়ার: পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের সাধারণ সম্পাদক এবং বিধায়ক দীপক বর্মণ সোমবার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।
শুভেন্দুবাবু সকাল ১০ টায় কলকাতায় কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে বৈকুন্ঠনাথ মন্দির থেকে রামমন্দির পর্যন্ত সনাতনী শোভাযাত্রা করেন। সন্ধ্যা ৬ টায় হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গা মায়ের আরতি এবং সন্ধ্যা ৭ টায় গর্চা ফার্স্ট লেনে রাম দরবারের শুভ উদ্বোধনে অংশ নেবেন।
দীপক বর্মণ অংশ নেন ১১ টায় ফালাকাটায় রামপুজোয় এবং ৭ টায় মহাকালবাড়ি মন্দিরে দীপাবলী উৎসবে।

