আমাদের ভারত, ২২ জানুয়ারি: সোমবার শ্রীরামপুজো, হনুমান পুজো, গীতাপাঠ, প্রদীপ প্রজ্জলন প্রভৃতিতে ব্যস্ত ছিলেন সাংসদ তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।
সকাল সাড়ে ৬ টায় খড়্গপুরের বালাজি মন্দিরে পুজো, ৭ টায় খড়্গপুরের ধোবিঘাটের শিবমন্দিরে পুজো, ৯ টায় খড়্গপুর গ্রামীণে গোপালি আশ্রমে পুজো, সাড়ে ৯ টায় খড়্গপুর গ্রামীণে বেনাপোল বাজারে গীতাপাঠ, ১০ টায় খড়্গপুরের সাইবাবা মন্দিরে পুজো, সাড়ে ১০ টায় খড়্গপুরের নিউ সেটলমেন্টে এবং ১১ টায় মালঞ্চর প্রজাপতিঘরে হনুমান পুজো, ১২ টায় গোলবাজার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা, সাড়ে ১২ টায় ঝাপেটাপুর দুর্গামন্দিরে পুজো, ১ টায় মেদিনীপুরের ধর্মমোড়ে গীতাপাঠ করেন তিনি।
সন্ধ্যা ৬ টায় মেদিনীপুরের বাবুঘাটে দীপাবলী,
সাড়ে ৭ টায় গোলবাজারে শঙ্করমন্দিরে পুজো,
৮ টায় মেদিনীপুরের চাঁদনিচক দুর্গামন্দিরে পুজো, সাড়ে ৮টায় খড়্গপুরের গোলবাজারে পুজো, ৯ টায় খড়্গপুরের মালঞ্চে ধ্যানবাবার মন্দিরে আরতি করেন দিলীপবাবু।