আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জানুয়ারি: সোমবার গড়বেতা হাইস্কুল মাঠে বিজেপির ডাকে ছোট আঙারিয়া স্মরণ সভা উপলক্ষ্যে জনসভা হয়। সেখানে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। তিনি এদিনের সভায় থেকে তৃণমূলকে আক্রমণ করে বলেন, ছোট আঙারিয়ার পাশে ফুলবেড়িয়ার বোষ্টম মোড়ে তৃণমূলের শহিদ স্মরণসভায় এক ঝুড়ি লোক হয়েছে। আর এখানে বিজেপির সভায় দুটো মাঠ ভর্তি হয়েছে মানুষের ভিড়ে।
শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমের নাম না করে বলেন, গত ১০ নভেম্বর নন্দীগ্রামে এক লাখ মানুষের জনসভা করলাম আর পাশেই মিনি পাকিস্তান মন্ত্রী সভা করলেন মাত্র বারশো লোক নিয়ে। সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ দেখছেন বিজেপির সভা এবং তৃণমূলের সভা কত আকাশ-পাতাল। একদিনে দুটো সভা করলে তৃণমূলের সভা ফ্লপ হবেই। শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্রে বিজেপি সরকারের মতো রাজ্যে বিজেপি সরকার দরকার। তাহলে বেকাররা চাকরি পাবে। চাকরির পরীক্ষার সময় মত হবে। তৃণমূল নেতাদের মদতে চলা ৫ টাকার আলু ৪০ চল্লিশ টাকায় কিনতে হবে না সাধারণ মানুষকে।
কৃষি আইন নিয়ে তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, এই আইন নিয়ে যখন বিরোধীরা হৈচৈ শুরু করেছে তার মধ্যেই ভোট হয়েছে বিহারে। ওখানে বিজেপি জিতেছে। এছাড়াও বিভিন্ন রাজ্যে পঞ্চায়েতের মতো ভোট হয়েছে। বেশিরভাগ আসনেই বিজেপি জয়লাভ করেছে। মধ্যপ্রদেশে সাতটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজয়ী হয়েছে। শুভেন্দুবাবু বলেন, তৃণমূলের তরী যখন ডুবতে চলেছে তখন সাড়ে নয় বছর পরে মনে পড়েছে যমের দুয়ারে দুয়ারে। এই প্রকল্পের নামে ঢপের ক্যাম্প হচ্ছে। তিনি সমবেত জনতার উদ্দেশ্যে আহ্বান জানান, সোনার বাংলা গড়তে হবে। বালি খাদানে পাথর খাদানে তোলাবাজি বন্ধ করতে হবে। একশো দিনের কাজের টাকা চুরি বন্ধ করতে হবে। গ্রাম থেকে কলকাতা পথ দেখাবে গড়বেতা স্লোগান দেন শুভেন্দু অধিকারী।