রাজেন রায়, কলকাতা, ১৬ নভেম্বর: ধীরে ধীরে নিজেকে তৃণমূলের থেকে সরিয়ে নিচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার ইস্তফা দিলেন বিধায়ক পদ থেকেও। বুধবার নিজের লেটারহেডে সমস্ত নিয়ম মেনে তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন স্পিকারের কাছে। ফলে সবাই মনে করছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের রাজনৈতিক বিচ্ছেদ কেবল সময়ের অপেক্ষা।
প্রসঙ্গত, গত মাস খানেক ধরেই দলের সঙ্গে ধাপে ধাপে দূরত্ব বাড়িয়েছেন পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটের জন্য দলের দায়িত্ব পুনর্বণ্টন করতে গিয়ে তাঁর ক্ষমতা খর্ব করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জেরেই ধীরে ধীরে মানসিক দূরত্ব বাড়তে থাকে শুভেন্দু এবং তৃণমূলের।
সরাসরি নিজের মুখে বিজেপির সঙ্গে যোগসূত্র স্বীকার না করলেও বিজেপি নেতারা দাবি করেছেন আগামী ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছেন বিজেপিতে। এদিন বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরে তৃণমূলে তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে গেল। আগামী শনিবার সত্যি সত্যি শুভেন্দু আনুষ্ঠানিকভাবে দল ছাড়েন কি না, সেটাই দেখার অপেক্ষায় এখন রাজনৈতিক মহল।