Suvendu, Arjun Singh, অর্জুন সিং- এর শারিরীক খোঁজ, জগদ্দলের মজদুর ভবনের বাড়িতে শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, ব্যারাকপুর, ৮ অক্টোবর: গত ৩ অক্টোবর ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করেছিল দুষ্কৃতীরা। ঘটনার জেরে আহত হন প্রাক্তন সাংসদ ও তার দেহরক্ষী। সেই খবর পেয়েই তৎক্ষণাৎ তাকে ফোন করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।এবার প্রাক্তন সাংসদের শারীরিক খোঁজখবর নিতে তার জগদ্দলের মজদুর ভবনের বাড়িতে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন প্রথমে তিনি মেঘনা মোড়ের একটি দুর্গা প্রতিমা দর্শন করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ব্যারাকপুরের অর্জুন সিং এখানকার তৃণমূল নেতাদের পথের কাঁটা। তাই তাকে সরাতে সব রকম প্রচেষ্টা করছে এখানকার তৃণমূলের নেতারা। অর্জুন সিং- এর নিরাপত্তা নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন বলেই তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।

অন্যদিকে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, অত্যন্ত আনন্দিত হওয়ার মতো কথা বিজেপি নেতা প্রিয়াংগু পান্ডের উপর হামলার ঘটনার তদন্ত শুরু করতে চলেছে এনআইএ। ইতিমধ্যেই এনআইএ’র তরফ থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে গোটা ঘটনার নথি চেয়ে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *