তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ নিয়ে দাসপুর থানায় শুভেন্দু অধিকারী

কুমারেশ রায়, মেদিনীপুর, ১৭ জুন: রাজ্যে বিধানসভা ভোট পরবর্তী হিংসা নিয়ে চাপানউতোর এখনো চলছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের ঘরছাড়া করা হয়েছে, বাড়ি ভাঙ্গচুর করা হচ্ছে, মিথ্যে কেসে জড়িয়ে দেওয়া হচ্ছে এবং প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। বিজেপির একই অভিযোগ, ঘাটাল মহকুমাজুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস। বিজেপি কর্মীদের পাশে থাকা এবং সন্ত্রাসের অভিযোগ প্রশাসনের নজরে আনার জন্য শুভেন্দু অধিকারী আজ দাসপুর থানায় এলেন। এদিন তিনি পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন।

শুভেন্দু অধিকারী বলেন, দাসপুর ব্লকের নারাজল গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস বেআইনি চেকপোস্ট বসিয়েছে এবং বিজেপি কর্মী সমর্থকদের মারধর করছে, এমনকি জরিমানা পর্যন্ত করছে। সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত জরিমানার টাকা তৃণমূল কংগ্রেস আদায় করেছে। বিজেপি কর্মীই শুধু নয় সমর্থক সহ ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু বাবুর সাথে ছিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট সহ জেলা এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *