নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৫ জানুয়ারি:
জেপি নাড্ডার সভায় কয়েকজন তৃণমূল বিধায়ককে বিজেপিতে যোগদান করাতে তৎপর হলেন শোভন চট্টোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার দু’জন বিধায়কের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক শুরু করেছেন কলকাতার প্রাক্তন মেয়র। এছাড়াও কয়েকজন পঞ্চায়েত প্রধান ও ব্লক সভাপতিকে বিজেপিতে নিয়ে আসতে তৎপর হয়েছেন তিনি।
মঙ্গলবার তৃণমূল বিধায়ক দীপক হালদারের সঙ্গে বৈঠক করেছেন শোভন চট্টোপাধ্যায়। দীপকবাবু অনেকদিন ধরেই তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী বলে পরিচিত। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল বিধায়ক দীপক হালদারের সম্পর্ক বহুদিনের।
উল্লেখ্য, আগামী ৯ জানুয়ারি পূর্বস্থলীতে জনসভা করবেন জেপি নাড্ডা। সেই সভাতেই দক্ষিণ ২৪ পরগনার শাসক দলের নেতাদের বিজেপিতে যোগদান করানোর পরিকল্পনা নিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র। তার সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে নিজের সাংগঠনিক শক্তির পরীক্ষা দিতে চান শোভন চট্টোপাধ্যায়।