নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২ জানুয়ারি:
সোমবার থেকে কলকাতায় বিজেপির হয়ে প্রচারে নামছে শোভন চ্যাটার্জি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপির বাইক মিছিলে অংশগ্রহণ করবেন কলকাতার প্রাক্তন মেয়র। সেই সঙ্গে ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন তিনি।
আলিপুর চিড়িয়াখানা থেকে একটি বাইক মিছিলের আয়োজন করেছে বিজেপি। মিছিলটি বেহালা পর্যন্ত যাওয়ার কথা। সেই বাইক মিছিলেই অংশগ্রহণ করবেন শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী ব্যানার্জি। মিছিলটির আয়োজন করেছেন কৈলাস বিজয়বর্গীয়। বেহালায় বাইক মিছিল শেষ হওয়ার পর একটি সমাবেশ করবে বিজেপি। সেই সমাবেশে দক্ষিণ কলকাতা জেলা বিজেপির কমিটির তরফ থেকে শোভন চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হবে।
রাজ্য বিজেপির একাংশ এই ব্যাপারে বলছেন, শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয় রাজনীতিতে ফেরাতেই এমন মিছিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দলে তাঁকে যে গুরুত্ব দেওয়া হচ্ছে তার জন্যই সংবর্ধনা সভার আয়োজন করেছে বিজেপি।