লকডাউনের মধ্যেই ক্রেতা বিক্রেতাদের লুকোচুরিতে চলল পয়লা বৈশাখের কেনাকাটা বালুরঘাটে, নজরদারি নিয়ে প্রশ্ন

আমাদের ভারত, বালুরঘাট, ১৩ এপ্রিল: লকডাউন ভেঙ্গে লুকোচুরি ক্রেতা-বিক্রেতাদের। বালুরঘাটে চললো পয়লা বৈশাখের কেনাকাটা। সঠিক নজরদারি নিয়ে প্রশ্ন শহরে। অর্ধেক দোকান খুলেই ব্যবসা চালানোর অভিযোগ কাপড় ব্যবসায়ীদের বিরুদ্ধে। দেশজুড়ে লকডাউনের কড়াকড়ির মাঝে সোমবার সকালে এমনই দৃশ্য সামনে এল গোটা বালুরঘাট শহর জুড়ে। বেলা বাড়ার সাথে সাথে পয়লা বৈশাখের কেনাকাটা করতে বেশকিছু দোকানে ভিড়ও লক্ষ্য করা গিয়েছে। তবে ক্যামেরা দেখতে অনেকেই দোকানের ঝাঁপ নামিয়ে দিয়েছেন।

রাত পোহালেই পয়লা বৈশাখ। বাঙালির নববর্ষের উন্মাদনা থাকে আলাদা মাত্রায়। তবে এবারে করোনার জন্য উৎসবের রঙ একটু ফিকে হয়েছে। লকডাউনের ফলে সকলের বাড়ির বাইরে বের হওয়া সম্ভব না হওয়ায় কেনাকাটায় ভাটা পড়েছে। তবে এর মাঝেই অনেকে লকডাউন উপেক্ষা করে সকাল থেকেই বেশকিছু দোকানে ভিড় জমিয়েছেন। লুকিয়ে ব্যবসায়ীরাও কখনো দোকান খুলে আবার কখনো বন্ধ করে অল্প বিস্তর ব্যবসা চালিয়েছেন।

বিপ্লব রায় নামে এক ক্রেতা জানিয়েছেন, টাকা তুলতে ব্যাঙ্কে এসেছিলেন। দুই মেয়েকে নিয়ে সেখান থেকেই বাজারে এসে দুটি জামা কিনেছেন। তবে সেটি পয়লা বৈশাখের জন্য নয়। অত্যন্ত জরুরি হয়ে পড়ায় সেগুলি কিনতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *