ফুটপাত দখল করে দোকান, ব্যবস্থা নেওয়ার আশ্বাস রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যানের

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ জানুয়ারি:
লক্ষ লক্ষ টাকা খরচ করে ঝাঁ চকচকে ফুটপাত তৈরী হলেও সেই ফুটপাত কার্যত ব্যবসায়ীদের দখলে। ব্যবসায়ীদের দাবি, ফুটপাতের জন্য লোহার ব্যারিকেড সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান মনে করেন ব্যবসায়ীদের একাংশ ফুটপাত দখল করে ব্যবসা করায় পথচারিরা সেই ফুটপাত ব্যবহার করতে পারছেন না। পৌরসভার আবেদনে ব্যবসায়ীরা সাড়া না দিলে পৌর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।

রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে কসবা মোড় পর্যন্ত একমুখী রাস্তা। বিকল্প রাস্তা না থাকায় পথচারি থেকে বাস, অটো, টোটোকে এই রাস্তাকেই ব্যবহার করতে হয়। পৌরসভার তরফ থেকে শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত ফুটপাত তৈরী করেছে। বসানো হয়েছে সুন্দর আলো। পথচারীদের যাতে দুর্ঘটনায় মধ্যে পড়তে না হয় তারজন্য লোহার ব্যারিকেড তৈরী করা হয়েছে। রাতের অন্ধকারে পথচারীদের যাতে সমস্যায় পড়তে না হয় তারজন্যও বসানো হয়েছে সুন্দর আলো। এত কিছুর পরও সেই ফুটপাত কার্যত ব্যবসায়ীদের দখলেই চলে গেছে। ফুটপাতের উপরে টিনের ছাদ করে তাকে গোডাউন হিসেবে ব্যবহার করছে ব্যবসায়ীরা। এছাড়াও লোহার ব্যারিকেডে দোকানের জিনিসপত্র ক্রেতাদের নজরে আনার জন্য সেখানে ঝুলিয়ে রাখা হচ্ছে। এই ঝাঁ চকচকে ফুটপাত এখন ব্যবসায়ীদের জিনিসপত্র রাখার জায়গা এবং ফুটপাতে নিয়মিত বসছে বাজার। পৌরসভা সেই ফুটপাতের দখলদারি উচ্ছেদে একাধিকবার পদক্ষেপ নিলেও পৌরসভার আধিকারিকরা ফিরে যেতেই আবার যে কে সেই। ফলে ব্যবসায়ীদের এই ভূমিকায় হতাশ হয়ে পড়েছেন।

শিলিগুড়ি মোড়ের বাজারের ব্যবসায়ীরা প্রকাশ্যে জানাচ্ছেন, করোনা সক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এই ব্যারিকেড বিশেষ কাজ করছে। করোনা সংক্রামণ শেষ হবার পর ফুটপাত থেকে সরে গিয়ে পাশে বসবেন। এখন বাজার বসছে ফুটপাতে। করোনা সংক্রামণ শেষ হবার পর সেই ফুটপাতেই ক্রেতারা দাঁড়াবেন। অর্থাৎ ফুটপাত থেকে এখন বাজার সরছে না।

বাজারের এক ব্যবসায়ী জানান, পথচারিরা এই ফুটপাত ব্যবহার করতে চাইলে তাদের সঙ্গে ঝগড়া বেধে যায়। পথচারীদের সঙ্গে ঝগড়া বাধলেও নিজেদের অবস্থান থেকে সরছেন না ব্যবসায়ীরা। ফলে সরকারি লক্ষ লক্ষ টাকা ব্যায় করে ফুটপাত তৈরী করেও তা রায়গঞ্জের বাসিন্দারা ব্যবহার করতে পারছেন না। রায়গঞ্জের বাসিন্দারা কেউ কেউ বলছেন ব্যবসায়ীদের দোকানের সামনে পৌরসভা লোহার ব্যারিকেড দিয়ে ব্যাবসায়ীদের ব্যবসা করার নিরাপত্তা করে দিয়েছে। পথচারিদের জন্য সরকারি লক্ষ লক্ষ টাকা ব্যায় করে ফুটপাত তৈরী করে তা মানুষ যখন ব্যবহার করতে পারছে না তখন সেই প্রকল্পে অর্থ খরচ করার যৌক্তিকতা নিয়েও বাসিন্দারা প্রশ্ন তুলেছেন। পৌরসভার চেয়ারম্যানও ব্যবসায়ীদের ভূমিকায় হতাশ।

চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, ফুটপাত দখল মুক্ত করতে আবার প্রচার করবেন। তাতেও ফুটপাত খালি না হলে পৌর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে পৌরসভার ভূমিকাতেও হতাশ রায়গঞ্জের বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *