আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ জানুয়ারি: বিজেপি তথা শুভেন্দু অধিকারীর ৭ জানুয়ারির সভাকে একপ্রকার চ্যালেঞ্জ জানিয়ে আগামী ১৮ জানুয়ারি নন্দীগ্রামের তেখালিতে সভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভাতে লোক আনার সবরকম চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে দাবি করা হয়েছে ৩ লাখের বেশী লোক সমাবেশ হবে তেখালি সভার মাঠে। শুভেন্দু অধিকারীর সভাকে টপকানো এখন একমাত্র লক্ষ্য তৃণমূলের।
জানুয়ারির ৭ তারিখে নন্দীগ্রামের সভা করার কথা বলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন সেই সভার পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু অধিকারী ৮ তারিখে সভার ডাক দেন। এর কিছুদিন পরেই মমতা বন্দ্যোপাধ্যায় অখিল গিরি করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ এই বলে ৭ তারিখের সভা বাতিল করে দেন। শুভেন্দু কিন্তু ৮ তারিখে বিজেপির পক্ষ থেকে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় ও দিলীপ ঘোষ এর উপস্থিতিতে লক্ষাধিক মানুষের সমাবেশ করে সভা করেন।
সেই ৮ তারিখের বিজেপির সভাকে একপ্রকার চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূলের পক্ষ থেকে ১৮ জানুয়ারি সভা করা হচ্ছে নন্দীগ্রামের তেখালির মাঠে। সেখানে প্রধান বক্তা থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভার প্রস্তুতি শুরু হয়ে গেছে জোরকদমে। একেবারে নিচের স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত মিটিং এর মাধ্যমে তৃণমূল নেতারা কিভাবে এই সভা করবেন, কিভাবে প্রচার করবেন তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। জেলাস্তরে প্রস্তুতি সভায় এসে মন্ত্রী সৌমেন মহাপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, সমস্ত প্রস্তুতি চলছে। তিনি জানান, ১৮ তারিখে তেখালি সভায় ৩ লক্ষের অধিক মানুষের সমাবেশ বলে তারা আশা। তিনি বলেন, এই জেলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। যদি একটা ব্রিগেড প্যারেড এর মত বড় মাঠ থাকতো তাহলে তাদের সভা করতে সুবিধে হতো। তারা শঙ্কিত, এত কর্মী আসবেন যে জায়গায় সভা করা হচ্ছে সেই জায়গায় হয়তো সবাইকে স্থান দেওয়া যাবে না।
এখন দেখার সমাবেশে মানুষের উপস্থিতি বিজেপির ৮ তারিখের সভাকে ছাড়ায় কিনা। তার অপেক্ষায় রাজনৈতিক মহল।