অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৫ মার্চ: রবিবার ঝাড়গ্রাম জেলার বিনপুর ২৩৭(এস টি) বিধানসভা এলাকায় “বাংলার গর্ব মমতা” কর্মসূচির তৃতীয় পর্বের কর্মসূচি “স্বীকৃতি সম্মেলন” কর্মসূচি পালিত হয়েছে। ব্লকস্তর থেকে বুথ স্তর পর্যন্ত তৃণমূলের বসে থাকা পুরনো দলীয় কর্মীদের আহ্বান জানানো হয়েছিল এই কর্মসূচিতে। জাতি-ধর্ম নির্বিশেষে সমস্ত দলীয় কর্মী উপস্থিত ছিলেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিনপুর বিধানসভার বিধায়ক খগেন্দ্রনাথ হেমরম, বিনপুরের বিধায়ক খগেন্দ্রনাথ হেমব্রম এবং জাম্বনী ব্লক সভাপতি নিশীথ মাহাত ঝাড়গ্রাম জেলা (এসটি) সেল সভাপতি অর্জুন হাঁসদা, ঝাড়গ্রাম জেলা যুব সভাপতি দেবনাথ হাঁসদা, শুভ্রা মাহাত। এদিন এই কর্মসূচিতে বসে থাকা পুরনো দলীয় কর্মীদের ডেকে সংবর্ধনা দেওয়া হয় ও তাদের তৃণমূলের সংবিধান পাঠ করানো হয়।
বিনপুরের পাশাপাশি নয়াগ্রাম ২২০(এস.টি) বিধানসভা কেন্দ্রেও “বাংলার গর্ব মমতা” কর্মসূচির তৃতীয় পর্বের স্বীকৃতি সম্মেলন” হয়েছে। দলীয় কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক দুলাল মুর্মু, ঝাড়গ্রাম জেলার তৃণমূলের সভাপতি বীরবাহা সরেন (টুডু) তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক। এই কর্মসূচিতেও বসে থাকা পুরনো দলীয় কর্মীদের ডেকে সংবর্ধনা দেওয়া হয় এবং তৃণমূল কংগ্রেসের সংবিধান পাঠ করানো হয়।
বিনপুর ও নয়াগ্রামের পাশাপাশি ঝাড়গাম দুশ কুড়ি বিধানসভা কেন্দ্রেও “বাংলার গর্ব মমতা” কর্মসূচির তৃতীয় পর্বের “স্বীকৃতি সম্মেলন” হয়েছে। দলীয় কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার তথা ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক সুকুমার হাঁসদা, দুর্গেশ মল্লদেব। এই কর্মসূচিতেও বসে থাকা পুরনো দলীয় কর্মীদের ডেকে সংবর্ধনা দেওয়া হয় এবং তৃণমূল কংগ্রেসের সংবিধান পাঠ করানো হয়।