আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: গাছ বাঁচাতে জঙ্গলের আগুন নেভালেন দমকলকর্মীরা। রবিবার বিকেলে চাঁদড়া রেঞ্জের গুড়িগুড়ি পাল বিটের মুচিবেড়া এলাকার ত্রৈলক্ষপুর খাসজঙ্গলে (মনিদহ গ্ৰাম পঞ্চায়েত এলাকার) প্রায় ৫০/৬০ হেক্টর শাল জঙ্গলে শুকনো শালপাতায় আগুন লাগিয়ে দেয় কিছু লোক। এর ফলে জঙ্গলের শাল গাছ সহ অন্যান্য গাছগুলি পুড়ে যেতে থাকে। গুড়গুড়িপাল বিটের বনকর্মীরা সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বিভাগে। মেদিনীপুর থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গুড়িগুড়ি পাল থানা ও দমকল বিভাগের কর্মীদের তৎপরতায় রক্ষা পায় শাল জঙ্গলটি।