আমাদের ভারত, কলকাতা, ২৩ ফেব্রুয়ারি: পুরভোটের সন্ত্রাস রাজ্যজুড়ে শুরু হয়েছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার কলকাতায় বিজেপির রাজ্য সভাপতি বলেন, তৃণমূল ভয়ের পরিবেশ তৈরির কাজ শুরু করে দিয়েছে। তবে তাতে বিশেষ লাভ হবে না বলে রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে জানান তিনি। বিজেপির রাজ্য সভাপতির দাবি, মানুষও তৈরি হয়ে রয়েছে। পুরভোটে বহিরাগত এনে সন্ত্রাস করলে যোগ্য জবাব দেবে মানুষ।
তবে পুরভোটে খারাপ ফল হবে ধরে নিয়েই তৃণমূল ভয়ের পরিবেশ তৈরির কাজ শুরু করেছে। যাতে ভোটের দিন মানুষ বুথ পর্যন্ত না যেতে পারে তার সবরকম ব্যাবস্থা করছে। তবে বিজেপিও তৈরি বলে তৃণমূলের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়েন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপি সবকিছুর মোকাবিলা করার জন্য তৈরি আছে। সাংগঠনিক শক্তি দিয়েই তৃণমূলের ক্যাডারদের মোকাবিলা করবেন দলীয় কর্মীরা বলে জানান দিলীপ ঘোষ। পাশাপাশি আগামী পুরনির্বাচন ব্যালোটে চায় না রাজ্য বিজেপি। দিলীপ ঘোষ সরাসরি ইভিএমএ ভোট করাবার দাবি তোলেন। তিনি বলেন, রাজ্যকে পিছিয়ে দিতেই তৃণমূল ব্যালোটে ভোটের দাবি করছে। হারের ভয়েই আগেই অজুহাত তৈরি করে রাখছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।