আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ১৬ মার্চ: লোকসভা নির্বাচনের মুখে অনুব্রত মণ্ডলের অভাব বোধ করছেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। শনিবার তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন শতাব্দী রায়।
এদিন তারাপীঠ সংলগ্ন ফুলিডাঙ্গা মাজারেও যান তিনি। তারপরেই ভোটের প্রচার শুরু করেন শতাব্দী রায়। এদিন বেলা সাড়ে দশটা নাগাদ তারাপীঠ মন্দিরে পুজো দেন শতাব্দী রায়। সঙ্গে ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। শতাব্দী রায় বলেন, “অনুব্রত মণ্ডল বীরভূমে না থাকার অভাব বোধ করছি। কারণ উনি ভালো সংগঠক। তবে ভোটে তার প্রভাব পড়বে না। কারণ তাঁর হাতে গড়া সংগঠনের নেতারা রয়েছেন। তারাই অনুব্রতর দেখানো পথে ভোট করবেন”।
তিনি বলেন, “বীরভূম লোকসভা কেন্দ্রে চতুর্থবারের জন্য জয়ের বিষয়ে ২০০ শতাংশ আশাবাদী। প্রতি বছর আমাদের জয়ের মার্জিন বেড়েছে। এবারও বাড়বে”। তাঁর দাবি, সন্দেশখালির ঘটনা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। কারণ মুখ্যমন্ত্রীর উন্নয়নে সব ঢেকে যাবে”।
রামপুরহাট শহরে ভোটে পিছিয়ে থাকা নিয়ে শতাব্দী রায় বলেন, “রামপুরহাট শহরের জন্য অনেক উন্নয়ন করেছি। তাও কেন মানুষ আমাদের ভোট দেয় না বলতে পারবো না”।