পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ মার্চ: বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন- এর জন্মদিন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা গ্ৰন্থাগারের উদ্যোগে সম্প্রতি মেদিনীপুর জেলা গ্ৰন্থাগারে দিনটি বিশ্ব পাই দিবস হিসেবে পালিত হয়েছে। প্রতিবছর ১৪ মার্চ দিনটি “আন্তর্জাতিক পাই ডে” হিসেবে পালিত হয়।
১৪ মার্চ দিনটির ইতিহাস আছে। ১৯৮৮ সালে ল্যারির উদ্যোগে পাই ডে সেলিব্রেশন শুরু হলেও, ২০০৯ সালে ইউনাইটেড স্টেটস হাউজ রিপ্রেজেন্টেটিভ দিনটিকে পাই ডে হিসেবে স্বীকৃতি দেয়। আরও পরে, প্রায় এক দশক পরে ২০১৯ সালে ইউনেসকো ‘পাই ডে’-কে ‘ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স’ হিসেবে চিহ্নিত করে। এই অনুষ্ঠানটি পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্মাইয়া প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আইনস্টাইনের জীবনের নানা দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্ররা এবং রাজা নরেন্দ্রলাল খান মহিলা কলেজের ছাত্রীরাও উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে তারা বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর জর্জ কোর্টের সরকারি আইনজীবী সুকুমার পড়িয়া, জেলা গ্ৰন্থাগারের কার্যনির্বাহী কমিটির সদস্য সুকুমার ভুঁইঞা, মৃদুল শ্রীমানী, জেলা গ্রন্থাগারিক মহঃ সাহিদুল্লাহ, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।