নাগরিকত্বের দাবিতে ঠাকুরবাড়িতে সভা শান্তুনু ঠাকুরের

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ নভেম্বর: সিএএ নিয়ে ঠাকুর বাড়িতে আবার প্রকাশ্যে দ্বন্দ| নাগরিকত্ব আইনের সমর্থনে আজ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অল ইন্ডিয়া মতুয়া সংঘের পক্ষ থেকে একটি সভা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুর সহ মতুয়া সম্প্রদায়ের বেশ কিছু মানুষ৷ শান্তুনু ঠাকুর বলেন, পদদলিত মানুষ অতি শিঘ্র নাগরিকত্বের অধিকার চান| অন্যদিকে প্রাক্তন সাংসদ তৃণমূল নেত্রী মমতা বালা ঠাকুর জানান, যদি এই আইন কার্যকর করা হয় তা হলেআমরাও আগামী দিনে এর কঠোর বিরোধিতা করে ধর্ণায় বসবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *